নূরনাহার সোমা: দেলোয়ার ভাইয়ের কাছ থেকে তুলশীমালা চাল নিয়েছিলাম ঈদের আগে। কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রামে পাঠাতে পারবেন না বললেও পরে পাঠিয়ে দিয়েছেন! আমি পোলাউ এর জন্য চিনিগুড়া চাল কিনে ফেলেছিলাম! কিন্তু রিযিক তো আল্লাহর হাতে? তাই ঈদের দিন তুলশীমালা চালেরই পোলাউ রান্না হয়! গরুর মাংসের সাথে ভালো লেগেছে। ব্যস্ততার জন্য ছবি তোলা হয়নি, সবাই পছন্দ করেছে! আলহামদুলিল্লাহ।
তবে মজার ব্যাপার হচ্ছে চাল আসার পর কুরিয়ার থেকে কল দিলে আমার হাসবেন্ড বলে কি অর্ডার করেছি, তখন আমার কোনো অর্ডার ছিল না, কুরিয়ার এর লোককে, জিজ্ঞেস করায় বলে চুলা আসছে? পরে ধারনা করলাম চুলা না চাল হতে পারে!? আজ করেছিলাম তুলশীমালা চালের পায়েস ইফতারির জন্য, আজ আর ছবি তুলতে ভুলিনি?! আল্লাহ ভাইয়ার ব্যবসায় বারাকাহ দিন, আমিন।