সুমি আজম: সবার কাছে তুলশীমালা চালের গল্প শুনতাম উই গ্রুপে। একদিন দেলোয়ার ভাইয়া কে মেসেজ দিলাম। ভাইয়ার সাথে কথা বললাম। ভাইয়ার ব্যাবহর এতো সুন্দর যা বলে বুঝানো যাবে না। যেমন ভালো ভাইয়া টা, তেমন ভালো ভাইয়ার চাল। কালই হাতে পেয়েছিলাম চাল টা আর আজ রান্না করলাম তেহারী খুবই ভালো লাগলো। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে। ভাইয়া কে অসংখ্য ধন্যবাদ
