রিজওয়ানা তন্বী: আমার শাশুড়ী মা’য়ের একটা সোনার চেইন আছে নাম-বকুলমালা। আমার ননাস এর ও একটা আছে ওটার নাম মটরদানা। ঘরের সবচেয়ে ছোট ছেলে, সারাক্ষণ মা-বোনের কোলে-কাখে বড় হওয়া আমার স্বামী কে যখন বলেছিলাম, তুলশীমালা অর্ডার করেছি; জানতে চেয়েছিলো, দাম কত? ১২০৳ দর শুনে ভেবে নিয়েছিল হয়তো খোপায় পরতে ফুলের মালা কিনতে চেয়েছি।
যখন বললাম ৫ কেজি সে তো অবাক!
-এত্ত ফুল দিয়ে কি করবা?
যতই বলি ফুল না চাল।
সে ভাবে আমার খামখেয়ালীপনা। সেদিন সন্ধ্যায় বললাম, তুলশীমালা চলে এসেছে। দরজা খুলে দেখি ঈদের চাঁদ! আমি তো পুরাই ছটফট করছি কি করবো কি না করবো!
এবার স্বামী বেচারার ২য় দফা অবাক হবার পালা!
-এরা কারা?
-আগে তো দেখিনি কোন দিন!
-তাহলে আমার বউ এমন তিড়িং-বিড়িং করছে কেন!!
জ্বী, তুলশীমালা হাতে Md Daloare Hossain ভাই আর সাথে Syeda Luthfun Nahar উর্মি আপু দাঁড়িয়ে…?
এবার সবাই নিশ্চয়ই বুঝে গেছেন আমার তিড়িংবিড়িং করার কারন☺ আমার পতিদেব অবশ্য পরে আমাদের কথা শুনে বুঝে গিয়েছিল এটা হচ্ছে তার আদরের বউ এর উই পরিবার❤