সুরাইয়া রহমান: দুপুর থেকে অনেক বৃষ্টি হচ্ছিলো। সবাই গরম গরম চা এর সাথে পাকোড়া খাওয়ার গল্প করছিল। কিন্তু আমি তখন কিছুই খেতে পারছিলাম না। হঠাৎ কমেন্টে এক আপুর খিচুড়ি পছন্দ বলার সাথে সাথে মনে হল, আরে আমি তো ইফতার করতে পারি খিচুড়ি দিয়ে। যেই ভাবা সেই কাজ- তুলশীমালা চালের সাদা খিচুড়ি আর দেশি মুরগী ভুনা ??
তুলশীমালা চালের সাদা খিচুড়ি
