Our Sherpur

তুলশীমালা চালের ভক্ত হয়ে গিয়েছি

FB IMG 1587329546644

নুসরাত জাহান: আসেন সবাই মিলে Md Daloare Hossain ভাইয়ের তুলশীমালা চাল অর্ডার করি আবার। আমিতো তুলশীমালা চালের ভক্ত হয়ে গিয়েছি। দেশের পরিস্থিতি খারাপ তাই হাসবেন্ড না করে দিয়েছে এখন যেনো কিছুই না আনাই। কারণ সে নিজেও অসুস্থ, কুরিয়ারে যাবার মতো কেও নেই। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হলে Nusrat’s kitchen এর নতুন মেন্যু হবে তুলশীমালা চাল দিয়ে। আসলেই অনান্য চাল থেকে এই চালের স্বাদ, গন্ধ, মান সবই ভিন্ন।

FB IMG 1587329527829

Leave a Reply

Scroll to Top