অনিন্দিতা দাস : গত ২৪ ঘন্টায় আমি অনেক অনেক কিছু পেয়েছি। সেজন্যে ঈশ্বরের কাছে ও উইবাসীর কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। একটা রিভিউ পোস্ট একটা মানুষকে কতোটা এনকারেজ করতে পারে তা আজকে সবাই দেখেছেন। একজন উদ্যোক্তা অনেক কষ্ট করেই আপনার কাছে প্রোডাক্ট পৌছে দিচ্ছে, আপনার একটা সুন্দর রিভিউ হচ্ছে তার কাজের স্বীকৃতি+ তার কাজকে বুস্ট আপ করার ফুয়েল। আমাকে অল্প কিছু মানুষই চিনতেন, কিন্তু আমার রিভিউ এর রিওয়ার্ড স্বরূপ আজকে পেলাম রাজীব ভাইয়াকে আবার ফ্রেন্ড লিস্টে তার সাথে আমার রিভিউ এর উপর দেয়া ভাইয়ার রিভিউ + আপনাদের ভালবাসা। এটা যে কতো বড় পাওয়া সবাইই জানেন। তাই যখনই অনলাইনে কোন প্রোডাক্ট নিবেন, অবশ্যই রিভিউ দেন, ছোট হলেও গুছিয়ে একটা ছবি দিয়ে রিভিউ দেন। এতে ঐ উদ্যোক্তার মনোবল অনেক বেড়ে যাবে, সঙ্গে আপনার জন্যে রেস্পেক্টও।
আজকে আমাদের তুলশীমালা ভাইয়ের চাল দিয়ে ফ্রায়েড রাইস করেছিলো আমার বৌদি, সঙ্গে মিক্সড ভেজিটেবল & চিলি চিকেন। আমরা তো মজা করে খেয়েছিই, আমার আদিও খুব মজা মজায়ায়া বলতে বলতে খেয়েছে। ❤❤❤ আমি খুব একটা ক্রিয়েটিভ নই। সুন্দর ভাবে সাজিয়ে, গুছিয়ে, পরপাটি করে কিছু করতে পারিনা। তভে যতটা করি মন থেকে ও ভালবাসা দিয়ে করি। ❤❤
অনিন্দিতা দাসঃ ওনার অব ঐতিহ্যের ঝাঁপি