খাদিজা আক্তার : আজকে একটা অন্যরকম কথা নিয়ে আসলাম। কালকে রাতে খিচুরি খেয়েছি সবাই দেখেছেন ছবি দিয়েছিলাম। পোলাও চাল দিয়ে রান্না করা ছিল। সারারাত এমনি মশার কামড়ে ঠিক ভাবে ঘুম আসছিলো না এর মধ্যে আবার পে ফুলে ডাবল হয়ে ছিল। ইদানিং ভালই রিচ ফুড খেয়েছি সবদিন ই একই অবস্থা। খুব খারাপ লেগেছে। প্রতিদিন এ গ্যাস হয়েছে। সকালে নামায পড়ার জন্য উঠলাম তখন আপু একবারে খেয়ে শুতে বলে। সকালে দেখি আপুও বললো তারও নাকি ঘুম হয় নাই খুব খারাপ লাগছে। সেই সুযোগে আমি বললাম তোমাকে একটা চাল কিনে দিবো খুব ই মজার। তুলশীমালা চাল এর নাম শুনছো। আপু বললো নাতো। আমি বললাম খেলে একটুও খারাপ লাগে না ঘ্রাণ এত সুন্দর।
দেলোয়ার ভাই আপনাকে খুঁজছি। আপনার কাছ থেকে ৫ কেজী চাল নিতে চাই। আমার বোনকে গিফট করবো। অবস্থা স্বাভাবিক হলে আমার বোনের বাসায় দিবেন প্লিজ। আমি পরে আপনাকে এড্রেস দিয়ে দিবো।
এই দেশি পণ্যের ধান্দায় সবাইকে ফেলতে চাই।
“দেশি দেশি বেশি বেশি”
তুলশীমালার জয় হোক।
