Our Sherpur

তুলশীমালা দিয়ে বাটিক চাপটি – Ummay Shahera Anika

FB IMG 1585164008024

উম্মে সাহেরা আনিকা : সন্ধ্যায় কি খাবে প্রতিদিন এটা আমার চিন্তার বিষয়। আজ বিকালে চিন্তা করলাম তুলশীমালা চাল দিয়ে ভাত, বিরিয়ানি, খিচুড়ী, জাউ, পাটিসাপটা অনেক কিছু খাওয়া হলো এবার অন্য কিছু চেষ্টা করা যাক।

চাল ভিজিয়ে রাখলাম, বেটে নিয়ে তারপর ধনেপাতা, মরিচ, পেঁয়াজ দিয়ে বানালাম বাটিকের তুলশীমালা চাপটি, সাথে শুঁটকি ভর্তা ও ধনেপাতা ভর্তা।

আমি এ ছুটিতে মোটকু হবো এতে কোন সন্দেহ নাই। তাই সকলের কাছে অনুরোধ আমার বর্তমান ছবি গুলো সবার কাছে রাখবেন দয়া করে কারন এরপর আমার নতুন মটকু চেহারা চেনার উপায় থাকবে না??

জয় হোক দেশীয় পণ্যের জয় হবে আমাদের দেশীয় উদ্যোক্তাদের।❤
ইনশাআল্লাহ।

FB IMG 1585164297441
Ummay Shahera Anika

Leave a Reply

Scroll to Top