Fouzia Binta Wahid : তুলশীমালা চাউল হাতে পেলাম
ফৌজিয়া বিনতে ওয়াহিদ : তুলশীমালা চাউল হাতে পেলাম। অর্ডারের সাথে সাথে পাঠিয়েছেন ভাই। কিন্তু আমার বাসাটা এখন এমন জায়গায় কুরিয়ার সার্ভিসকে বহুদূর পাড়ি দিয়ে তবে স্বাগত জানাতে হয়? প্রতিকূল পরিস্থিতির কারণে তাই পার্সেল ডেলিভারি নিতে দেরী হয়ে গেল।
প্যাকেট খুলতেই সুঘ্রাণ পেয়েছি। ইচ্ছে হচ্ছিল, অনুভূতি যেমন লিখে প্রকাশ করা যায় এমন যদি ঘ্রাণ ও প্রকাশ করা যেত তবে তৎক্ষনাৎ আমি উইতে তা নিয়ে আসতাম।
দেলোয়ার ভাইয়ের আওয়ার শেরপুর আমার চোখের সামনে এগিয়ে যাওয়া একটা বাস্তব গল্প।

সার্চ ইংলিশ এবং ডিএসবি গ্রুপে যোগ দেয়া, অনলাইন এবং অফলাইন ইভেন্টগুলো গুরুত্ব সহকারে এটেন্ড করা, জেলা ওয়েবসাইট করার বিষয়ে স্যারের পরামর্শ সবকিছু আমি দেখেছি তখন। লেগে থাকলে সাফল্য আসবেই ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই।
