ফাতেমা-তুজ-জহুরা রজনী : মেয়ে তুলশীমালার পোলাও খাচ্ছে। গতকাল রাতে রেঁধেছিলাম কিন্তু ছবি তোলা হয়নি। এখন মেয়েকে খাওয়াতে গিয়ে মনে পড়ল তাই ছবিটা তুলে ফেললাম। আলহামদুলিল্লাহ আমার স্বামী এবং মেয়ে দুজনেই তুলশীমালা পছন্দ করে আর আমি তো তুলশীমালার ভাত খাওয়া থামাতেই পারিনা। এর মিস্টি স্বাদের জন্য ভাত খেতেই থাকি।
মেয়ে তুলশীমালার পোলাও খাচ্ছে ।। ফাতেমা-তুজ-জহুরা রজনী
