তানিয়া : কালকে দেলোয়ার ভাইয়ার চালের ভাত খাওয়ার সময় হাসবেন্ড কে মিস করছিলাম৷ তার এমন সব জিনিস পছন্দের। ফোন করে বললাম একদিনের ছুটি নিয়ে আসবা? উনি আসলেন সকালে। আসলে রান্না করে খাওয়ালাম। উনি ভাইয়ার সাথে দেখা করতে চান। নেক্সট আড্ডায় ইনশাআল্লাহ দেখা করবেন। চাল এতো পছন্দ হইছে যে নিজে তেহারী রান্না করলেন। বলছেন (স্বামী) বাসায় কাটারীভোগ, বাসমতি আর কিনবা না। তুলশীমালা ই চাই। আর তুলশীমালার গুড়া দিয়ে কি পিঠা হয় সেটা জানতে চাইছেন। দেলোয়ার ভাই তুলসীমালা চাল দিয়ে কি পিঠা বানানো যাবে??
তাহলে এই চাল দিয়ে ই পিঠা বানাবো।
মুড়ি হয় এই চালের??
আমি কিন্তু মুড়ি ভাজতে পারি। আমার বাসায় আমি মুড়ি ভাজি। অগ্রহায়ন মাসে মুড়ি ভাজি প্রত্যেকবার। এইবার ও ভাজছি। কিন্তু যদি তুলশীমালায় মুড়ি হয় আবার ভাজবো। ???
তুলশীমালা ই চাই ।। Eshita Akter Tania
