Our Sherpur

রাত্রের খাবার তুলশীমালা ।। স্বপ্নচারিণী অনিন্দিতা

90268541 2651483575138592 3827467102332125184 o

স্বপ্নচারিণী অনিন্দিতা : এই হলো আজকের রাত্রের খাবার। আজ আমার ছেলেকেও দিয়েছি খুব মজা করে খেয়েছে, ঈশ্বরের কৃপায় ঠান্ডা সারার পর আজকেই ঠিকমতো খেয়েছে। আমি খুবই খুশী, নাতী খেয়েছে বলে আমার মা’ও খুব খুশী। ১কেজি ওর জন্যে আলাদা করে রেখেছি, আর বাকিটা বাসায় খাওয়ার জন্যে রেখে দিয়েছি। থ্যাংক্স Md Daloare Hossain ভাইয়া এই তুলশীমালা চালের জন্যে।

স্বপ্নচারিণী অনিন্দিতা

Leave a Reply

Scroll to Top