ফারিয়া ওমার জুমার : তুলশিমালা চাল- দেলোয়ার ভাইয়ের কাছ থেকে এই প্রথম আমার তুলশিমালা চাল নেয়া। গতকাল পার্সেল রিসিভ করেছি। আজকেই দুপুরে রান্না করলাম ভুনা খিচুরি। আমার মা খাবারের ব্যাপারে একটু খুতখুতে। অথচ সেই মানুষ এই চালের খিচুরি খেয়ে বলছে, ঘ্রান টা অসাধারন। ঘি দিয়ে এই চালের পোলাও রান্না করলে আরো বেশি ঘ্রান হবে। আমি ভেবেছি হাসান রাজ ভাইয়ের কাছ থেকে ঘি কিনে এনে আম্মুকে তুলশিমালা চালের পোলাও রান্না করে খাওয়াবো।
