মেহজাবিন রাখি : তুলশীমালার পায়েস এর ঘ্রাণ সারা ঘরময় হচ্ছিলো কাল…
আম্মু মিষ্টি জিনিস একদম পছন্দ করে না.. কম ই খায় বরাবর.. কিন্তু এই পায়েস বেশ আয়েশ করে খায় আম্মু।
আব্বু আবার পায়েসের ভক্ত।তুলসীমালার পায়েস শুনে তো আনন্দে আটখানা হয়েছেন গতকাল?
রাতে ভাত ই খান নি,বলেন পায়েস দাও,মুড়ি দাও।
আর কিছুই লাগবেনা।জর্দাও খান নি?
আমাদের ওপরতলার দুই বাসায় ই নিয়ে গিয়েছিলাম। গিয়ে দুই আন্টিকে তুলশীমালা নিয়ে খুব গল্প করলাম। আন্টিরা বলছিলেন ই-কমার্সে চাল! অসম্ভব হলেও সত্যিই হচ্ছে তাহলে…
আব্বু তো পাড়ার দোকান গুলোতে গল্প করতে শুরু করেছেন তুলশীমালা নিয়ে এমনকি চালের আড়তে আব্বুর পরিচিতদের বলছিলেন এই চাল ফেনীতে লঞ্জ করতে….❤
গত কয়েকদিনে আমার ইনবক্স ভরে গিয়েছে কিভাবে নেই, কত, কুরিয়ারে নেই কি না, আমি যতটুকু ডিটেইলস দেওয়া প্রয়োজন ততোটুকু দিয়েই দেলোয়ার ভাইকে রেফার করে দিচ্ছি। আজও তিন জনকে রিপ্লাই করেছি। খুব ই ভালো লাগছে❤
এগিয়ে যাক দেশীপণ্য ❤
কৃতজ্ঞতা Razib Ahmed ভাইয়া এত সুন্দর সম্পর্কের আর দেশীপণ্যের প্ল্যাটফর্ম দিয়েছেন❤
ধন্যবাদ Md Daloare Hossain ভাই❤