Our Sherpur

জন্ম শেরপুরে | এইচ পি রুবেল খান

জন্ম শেরপুরে

এইচ পি রুবেল খান

জন্ম আমার বাংলাদেশের শেরপুর জেলা
পরতে পরতে মিশে আছে ভালোবাসার ভেলা।
নয়নাভিরাম সবুজে ঘেরা প্রাকৃতিক অরণ্য
শেরপুরে জন্ম নিয়েছে কত ব্যক্তি বরেণ্য।

বিখ্যাত খাবারে ছানার চপ, ছানার পায়েস
শীতলপুরের বাতাসে পাই আরাম-আয়েস।
বারদুয়ারী, মাইসাহেবা, কসবার মুগল মসজিদ
আর বিখ্যাত ঘাঘরার লস্কর বাড়ি মসজিদ।

গড় জরিপার দূর্গ, জরিপ শাহ, শাহ কামাল
আর শের আলী গাজীর মাজার।
পানিহাটা, সুতানাল দীঘি, মধুটিলা
বন্যহাতির অভয়ারন্য নয়াবাড়ির টিলা।

আড়াই আনী, পৌনে তিন আনী জমিদার বাড়ি
গজনী অবকাশ কেন্দ্রে বৃক্ষ সারি সারি।
নয়আনী জমিদারের নাট মন্দির
সনাতনী ধর্মাবলীদের হৃদয়ে ভক্তির।

ভালোবাসায় সিক্ত করে সবার হৃদয় ভরপুর
অপরূপ রূপে সজ্জিত আমাদের শেরপুর।
কত কিছু দেখা হলো মুগ্ধতার প্রহরে
ধন্য আমি-ধন্য জীবন জন্ম শেরপুরে।

Leave a Reply

Scroll to Top