হযরত শাহ কামাল (রহ:)
জামালপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট Mr. Donongh রোজনামচায় লেখেন যে, ৯১০ বাংলা ১৫০৩ ইংরেজি সালে শাহ কামাল মুলতান হতে বাংলায় এসে বর্তমান শেরপুরের দক্ষিণ-পশ্চিম কোনে ব্রক্ষ্মপুত্র নদের অপরপারে দুরমুটে স্থায়ী হয়েছিলেন। তাঁর মাজার মেলান্দহ উপজেলা, জামালপুর জেলায় অবস্থিত। তৎকালীন জমিদারগণ তাকে কড়ইবাড়ী পর্যন্ত নিষ্কর ভূমি দান করেন। কথিত আছে যে, তিনি ব্রক্ষ্মপুত্রের স্রোত পূর্বপাড় দিয়ে সরিয়ে দেন।
তথ্য সূত্র: সার্ধশতে শেরপুর ২০১৯