অর্কিড নন্দন কানন (কবিতা)
আইয়ুব আকন্দ বিদ্যুৎ
এখানে অর্কিড সুশোভিত দাঁড়িয়েছে যেন
মৃদুল হাওয়ারা উড়ছে দুলদুল বায়ুবনে
বাহারী পুষ্প কানন থরে বিথরে সাজানো
অতিশয় নীরব সুনসান প্রেম নিকুঞ্জ এক।
শহুরে জীবন কর্মক্লান্ত অবসাদ ছুড়ে দেয়
যখন বিষাদ জমে আকাশে ঘনীভূত মেঘ হয়
তখন শহরতলীতে এসো যাই নির্মল বায়ু সেবনে
মূহুর্মূহূ বিষাদের কণারাও বর্ষণে ঝরে যাবে।
আমাদের শহরে অর্কিড শুষে নেয় ক্লান্তি
ক্লেদ ঘাম ঝরে ঘর্মাক্ত শরীর জুড়ায় বাতাসে
শ্যামলীমা পায়ে পায়ে নিয়ে যায় নিসর্গের স্বর্গে
আহা কী মনোহর চিত্তানন্দ দেয় সতেজতা।
ভ্রমন পিপাসু পাখিদের মত উড়ে উড়ে যাই
এক চিলতে প্রশান্তি বিছানো সবুজ ঘাসে বসে
ক্ষণিক হারানো প্রেম ভেবে আত্মহারা ক্ষণ যায়
এজীবনের ভার বোঝা আর দায় যায় কেটে।
বন্ধুরা, চলো না যাই নির্মল নির্জন ছায়াতলে
ওখানে অনেক মায়াবী হরিণ তোমাকে ডাকে
ঝলমলে রোদ আর বিনয়ী বাতাস ও ছায়া
ক্ষণে ক্ষণে ফিরিয়ে দেবে জীবনের ঠিকানা।