শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি
শেরপুর জেলার ব্যবসায়িদের শীর্ষ সংগঠন হিসাবে “শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি” (SCCI) ২৬ ফেব্রুয়ারি ১৯৯১ সালে ব্যবসায়িদের স্বার্থে পথচলা শুরু করে। এ সংগঠনের মূল উদ্দেশ্য ব্যবসায়ীদের সামগ্রিক ভাবে সহযোগিতা করা এবং ব্যবসা উন্নয়নে কাজ করা। এই সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর ব্যবসায়ীদের স্বার্থে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়। এই সংগঠন ১৯১৩ সালের কোম্পানী আইনের (৭ম আইন) ২৬ নং ধারার অন্তর্ভুক্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের ১২ই মার্চ ১৯৯৪ এবং ৪টা জুলাই ১৯৯৪ তারিখের প্রজ্ঞাপন দ্বারা সংশোধিত করা হয়।
আহ্বায়ক ও সভাপতির তালিকা:
নাম | পদবী | মেয়াদকাল |
নিজাম উদ্দিন আহম্মদ | আহ্বায়ক | ২৬-২-১৯৯১ থেকে ২৬-৫১৯৯১ |
এম. আব্দুর রহমান লিলু | সভাপতি | ২৬-৫-১৯৯১ থেকে ৩০-৬-১৯৯৩ |
মোঃ আমজাদ হোসেন | সভাপতি | ৩০-৬-১৯৯৩ থেকে ২৯-১২-১৯৯৫ |
গোলাম মোঃ কিবরিয়া | সভাপতি | ২৯-১২-১৯৯৫ থেকে ৩০-১২-১৯৯৭ |
মোঃ মাছুদ | সভাপতি | ৩০-১২-১৯৯৭ থেকে ২৯-১২-২০১০ |
গোলাম মোঃ কিবরিয়া | সভাপতি | ২৯-১২-২০১০ থেকে ২৭-১২-২০১৪ |
আলহাজ্ব মোঃ মাছুদ | সভাপতি | ২৭-১২-২০১৪ থেকে ২৫-১২-২০১৯ |
আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান রওশ | সভাপতি | ২৫-১-২০১৯ থেকে বর্তমান |
এ সংগঠন পরিচালনার জন্য ২ বছর মেয়াদি কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। কার্যনির্বাহী পরিষদ গঠিত হয় ১৯ সদস্য (বর্তমান) বিশিষ্ট। বর্তমানে (১৯৯১-২০১৮) এই ব্যবসায়ী সংগঠনের সদস্য (সাধারণ সদস্য- ২৩১০, সহযোগী সদস্য- ৮১৩ এবং গ্রুপ সদস্য- ২৩) ৩১৪৬ হাজার।
ঠিকানা: নয়আনী বাজার, শেরপুর টাউন, শেরপুর- ২১০০
ফোন: (০৯৩১) ৬১২৯৩, ৬১৬৩১
ই-মেইল: [email protected]
ওয়েবসাইট: www.sherpurchamber.com