Our Sherpur

হাসান শরাফত | Hasan Sharafat

হাসান শরাফত

হাসান শরাফত

হাসানুজ্জামান শরাফতের সাহিত্যিক নাম হাসান শরাফত। একাধারে তিনি কবি, ঔপন্যাসিক ও নাট্যকার।

Products list of Our Sherpur
শেরপুর জেলার যেসব পণ্য আওয়ার শেরপুর এ পাওয়া যায়।

কবি শরাফত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোপাল খিলা গ্রামে ১৯৮১ সালের ৩১ আগস্ট এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

শিক্ষাগত যোগ্যতা

কবি শরাফত এম.এ, এলএলবি ও বিএড সম্পন্ন করেছেন।

কর্মজীবন

তিনি সরকারি চাকুরিতে নিয়োজিত আছেন।

লেখালেখি

কিশোরকাল থেকেই কবি শরাফতের লেখালেখিতে হাতেখড়ি। ছাত্রজীবনে অর্থাৎ প্রথম উপন্যাস ‘শেষপথে দেখা’ প্রকাশ হওয়ার পর ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। এরপর ধারাবাহিক ভাবে উপন্যাস, কবিতা ও ছড়ার বই প্রকাশ করেছেন। ১০টির অধিক যৌথ গ্রন্থ প্রকাশ হয়েছে শরাফতের।

প্রকাশীত বইসমূহ

গ্রন্থবইয়ের নামপ্রকাশ কাল
উপন্যাসশেষপথে দেখা২০০৫
উপন্যাসনিয়তি২০০৯
ছড়াচিক-মোটা২০১২
কবিতাভুল নম্বরের ভুলে২০১৩
কবিতাস্মৃতির পাতায় তুমি২০১৯
হাসান শরাফত
কবি শরাফত

সাংগঠনিক কার্যক্রম

কবি হাসান শরাফত ’ভোরের স্বপ্ন’ নামক একটি সৃজনশীল সাহিত্য সাময়িকীর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সহজ-সরল পাঠকের সহজবোধগম্যতা কবির লেখার মূল বৈশিষ্ট্য ।

তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।

Leave a Reply

Scroll to Top