মোঃ আলামিনের শেরপুর ভ্রমণের বর্ণনা
আমার শেরপুরে যাওয়ার পূর্ব কোন অভিজ্ঞতা ছিলো না। ডিজিটাল স্কিল ফর বাংলাদেশ গ্রুপে নিয়মিত কিছু পোস্ট চোখে পড়ে তারপর শেরপুর যাওয়ার আগ্রহ তৈরি হয়। ইন্টারনেটে সার্চ করে কিছু তথ্য পেলাম আওয়ার শেরপুর ওয়েবসাইট থেকে তারপর শেরপুর যাওয়ার এবং দেখার সিদ্ধান্ত গ্রহণ করি।
২৫ জানুয়ারি ২০১৯ তারিখে আমি শেরপুরে যাই। শেরপুর গিয়ে অর্কিড, ডিসি লেক, মমিনবাগ বাড়িসহ অনেক কিছু দেখি এবং অনেক আনন্দ পাই। শেরপুরের শান্ত শহর দেখে আমি মুগ্ধ হই। তবে শেরপুরের মন্ডা ও ছানার পায়েস‘ স্বাধ কখনও ভুলবার মত নয়। আরও ভালো লাগে Our Sherpur এর কর্ণধার মোঃ দেলোয়ার হোসেন ভাইয়ের সাথে ঘুরতে পেরে। কম খরচে জম্পেশ ভ্রমণের চমৎকার জেলা শেরপুর।
তবে শেরপুরের আরও স্থান দেখা বাকি রয়েছে, সময় করে অবশ্যই যাবো। আসার সময় স্থানীয় এসি সুপার বাস সার্ভিসে করে ঢাকায় আসি।