মোঃ রাবিউল ইসলাম ১৭ অক্টোবর ১৯৭৪ খ্রিস্টাব্দে শেরপুর জেলার শ্রীবরদী থানার কাজীপাড়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস শেরপুর জেলার শ্রীবরদী থানার বালিয়াচণ্ডি সংলগ্ন রহমতপুর গ্রামে। তার পিতা মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস এবং মাতা ফরিদা ইয়াসমিন। পাঁচ ভাইবোনের মধ্যে রাবিউল ইসলাম জ্যেষ্ঠ সন্তান।
শিক্ষা জীবন
শিক্ষা জীবনে রাবিউল ইসলাম বালিয়াচণ্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পঞ্চম শ্রেণি সমাপ্ত করার পর গোপালখিলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে ১৯৯১ খ্রিস্টাব্দে মাধ্যমিক এবং শ্রীবরদী সরকারি কলেজ হতে ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান (১৯৯৬) এমএ (১৯৯৭) ডিগ্রী লাভ করেন।
কর্ম জীবন
রাবিউল ইসলাম শিক্ষাজীবন শেষে ২০০১ সালে বাংলা বিষয়ে সহকারী শিক্ষক পদে কর্ম জীবন শুরু করেন। দেড় যুগেরও বেশি সময় শেরপুর আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের সহকারী বাংলা শিক্ষক হিসেবে কর্ম করার পর বর্তমানে এমপিওভুক্ত প্রতিষ্ঠান ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী শেরপুরে সহকারী শিক্ষক (বাংলা) পদে কর্মরত আছেন।
লেখালেখি
শিক্ষা জীবনের পাশাপাশি কবিতা লেখাতেও নিজেকে সর্বদা ব্যস্ত রাখেন। শেরপুর থেকে প্রকাশিত ’বালার্ক’ নামক সাহিত্য ম্যাগাজিনে তার প্রথম কবিতা প্রকাশিত (পহেলা বৈশাখ ১৪১৭ বঙ্গাব্দ) হয়। সাপ্তাহিক দশকাহনীয়া পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়। এছাড়াও সাপ্তাহিক কালের ডাক এবং শ্যামলবাংলা ২৪ ডটকমে কবিতা প্রকাশিত হয়। বিভিন্ন সাহিত্য গ্রুপ হতে প্রকাশিত চারটি যৌথ কাব্যগ্রন্থে তার কবিতা প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত ফেজবুক প্রোফাইলে নিয়মিতভাবে তার লেখালেখি চালিয়ে যাচ্ছেন।
২০১৯ সালের বইমেলায় স্বচ্ছ ভালোবাসা নামক একক কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন। এটি রাবিউল ইসলামের প্রথম প্রকাশিত একক গ্রন্থ।
তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।