Our Sherpur

শেরপুরের দর্শনীয়স্থান | নূরুল ইসলাম নাযীফ

শেরপুরের দর্শনীয়স্থান

উঁচু নিচু পাহাড়-টিলা
সবুজ-শ্যামল কতো,
গজনী‘ এবং ‘মধুটিলা
পাবেন মনের মতো।

পানিহাতা‘ ‘রবার বাগান’
রাজাপাহাড়‘ আরো,
ঘুরতে এলে চোখ জুড়াবে
বাদ যাবে না কারো।

মাইসাহেবা মসজিদ‘ পাবেন
কলেজ গেটের কাছে,
বারোদুয়ারী মসজিদ‘ সে তো
গড়জরিপায় আছে।

জরিপশাহের মাজার‘ এবং
জমিদারের বাড়ি‘,
যতই দেখবেন আগ্রহ খুব
যাবে শুধু বাড়ি।

শেরপুরে ভাই ঘুরতে এলে
মনটা যাবে ভরে,
এমন মজার অনেক কিছু
আছে সবার তরে।

Leave a Reply

Scroll to Top