Our Sherpur

%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8

শেরপুর (গান) | হারুনুর রশীদ

গারো পাহাড় পাদদেশে সবুজে ভরপুর
মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর
হ্যাঁ— —, মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷ (২)

কামরূপের পর একটি বাজু দশকাহনিয়া,
রাজধানী তার জরিপ শাহের গড়জরিপা৷
মমিন পাগলা, টিপু শাহের মানবতার সুর,
কীর্তিমানদের স্মৃতি ধরে অশান্তি সব দূর৷
মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
হ্যাঁ—, মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

জালের মতো আড়াআড়ি বয়ে চলে নদী।
পাহাড় বেয়ে ঝর্ণা ধেয়ে চলছে নিরবধি৷
পাখির ডাকে মানুষ জাগে নিত্য যখন ভোর৷
নিসর্গতায় পর্যটনে আনন্দ প্রচুর৷
মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
হ্যাঁ—,মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷

নকশি কাঁথা, বাঁশের শিল্প, মুক্তিযোদ্ধার ঘাঁটি।
আমজনতার ভালোবাসায় পবিত্র এই মাটি৷
জেলে, তাঁতী, রাজনীতিবিদ আর চাষা-মজুর
দেশের কাজে সকাল সাঁঝে সব কাজে বিভোর৷
মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷
হ্যাঁ—,মহীয়ান শের আলী গাজী-র এই জেলা শেরপুর৷ ঐ৷৷

টীকা –>

  • বাজু :– রাজ্য, অঙ্গরাজ্য, প্রদেশ, প্রশাসনিক এলাকা …. ৷
  • প্রাচীন ভারতের ধর্মীয় গ্রন্থ সহ বিভিন্ন গ্রন্থে জাদুবিদ্যার পরাকাষ্ঠা যে ‘কামরূপ’ (কামরূপ/কামাখ্যা/কলতাই) রাজ্যের বর্ণনা পওয়া যায়, সেই ‘কামরূপ’ রাজ্যের রাজধানী ‘গড়জরিপা’৷ এই ‘কামরূপ’ রাজ্যের পতনের পর বিভিন্ন ছোট ছোট রাজ্য, কখনও স্বাধীন, কখনও শামন্ত রাজ্য প্রতিষ্ঠিত হয়৷ এসব শামন্ত রাজ্যের একটি বাজু (প্রশাসনিক এলাকা/প্রদেশ/অঙ্গরাজ্য ) ‘দশকাহনিয়া’৷ এই ‘দশকাহনিয়া’ বাজুরও রাজধানী ‘গড়জরিপা’, যা বর্তমানে একটি গ্রাম (স্থাপনা – বারো দুয়ারি মসজিদ, কালিদহ সাগর এবং …)৷ এই ‘দশকাহনিয়া’ বাজুর একজন প্রজাহিতৈষী জমিদার ‘শের আলী গাজী’৷ সেই আমলে প্রভাবশালী বেশ কিছু হিন্দু জমিদার ও সভাসদদের ষড়যন্ত্রের শিকার হয়ে মহীয়ান এই জমিদার ‘শের আলী গাজী’ জমিদারি হারিয়ে তাঁর খামারবাড়িতে দিন যাপন করেন৷ তার সেই খামারবাড়ি এলাকাটি বর্তমানে ‘গাজীর খামার’ নামে প্রতিষ্ঠিত ৷ মহীয়ান এই জমিদার ‘শের আলী গাজী’-র নামানুসারেই এর নাম ‘শেরপুর’৷
  • টিপু শাহ :– পাগল টিপু শাহ৷ একজন প্রজাহিতৈষী সূফীসাধক ও সিদ্ধপুরুষ৷ তিনি দশকাহনিয়া বাজু/রাজ্যের স্বাধীনতা ঘোষণা করেছিলেন৷
  • বিখ্যাত সূফীসাধক৷ চাপাতলী সরকারি গোরস্থানে তার সমাধি৷

Leave a Reply

Scroll to Top