Our Sherpur

শেরপুর চেম্বার অব কমার্স বাস

শেরপুর চেম্বার অব কমার্স বা’স ১ ও ২ প্রতিদিন ঢাকা টু শেরপুর চলা করে। একটি শেরপুর থেকে প্রতি মধ্য রাতে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে অন্যটি নিউ মার্কেট থেকে ভোর ৫ টায় গুলিস্তানের উদ্দেশ্যে ছাড়ে। এরপর যথাক্রমে গুলিস্তান থেকে ২.৪৫ মিনিট এবং ৩.১৫ মিনিটে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। উভয় বাস নন এসি সার্ভিস দেয়। ভাড়া জন প্রতি ৫০০ টাকা।

Sherpur Chamber of Commerce Bus
ছবি: বাস আপডেটস শেরপুর

শেরপুর চেম্বার অব কমার্স বাস

কাউন্টারমোবাইল নংছাড়ার সময়
শেরপুর নিউমার্কেট01716486467ভোর ৫ টা
বঙ্গবন্ধু স্টেডিয়াম01715814725দুপুর ৩.১৫ মিনিট

শেরপুর চেম্বার অব কমার্স বাস ২

কাউন্টারমোবাইল নংছাড়ার সময়
শেরপুর নিউমার্কেট01778558835রাত সাড়ে ১২ টা
বঙ্গবন্ধু স্টেডিয়াম01778558890দুপুর ২ টা

3 thoughts on “শেরপুর চেম্বার অব কমার্স বাস”

  1. Ahamedul Kabir

    ময়মনসিংহের তারাকান্দা থেকে কি ঢাকা যাওয়া যাবে? আমার যাত্রী ৩ জন।

    1. Md Daloare Hossain

      আমাদের ওয়েবসাইটে টিকিট বুকিং করতে পারবেন।

      WhatsApp 01866065676

  2. Ahamedul Kabir

    ময়মনসিংহ এর তারাকান্দা থেকে কি ঢাকা যাওয়া যাবে???আমরা যাত্রী ৩ জন।

Leave a Reply