শেরপুর চেম্বার অব কমার্স বা’স ১ ও ২ প্রতিদিন ঢাকা টু শেরপুর চলা করে। একটি শেরপুর থেকে প্রতি মধ্য রাতে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে অন্যটি নিউ মার্কেট থেকে ভোর ৫ টায় গুলিস্তানের উদ্দেশ্যে ছাড়ে। এরপর যথাক্রমে গুলিস্তান থেকে ২.৪৫ মিনিট এবং ৩.১৫ মিনিটে শেরপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। উভয় বাস নন এসি সার্ভিস দেয়। ভাড়া জন প্রতি ৫০০ টাকা।
ময়মনসিংহের তারাকান্দা থেকে কি ঢাকা যাওয়া যাবে? আমার যাত্রী ৩ জন।
আমাদের ওয়েবসাইটে টিকিট বুকিং করতে পারবেন।
WhatsApp 01866065676
ময়মনসিংহ এর তারাকান্দা থেকে কি ঢাকা যাওয়া যাবে???আমরা যাত্রী ৩ জন।