Farhana Zaman Enas
সন্দেশ পছন্দ করেন না, এমন মানুষ বুঝি পাওয়া ই যাবে না। আর যদি হয় খাঁটি গুড় দিয়ে তৈরি সন্দেশ, তবে তো মজা আরো কয়েকগুণ বেড়ে যায়। Purabi Sarkar আপুর থেকে গুড় নেয়ার পর থেকেই শুধু মনে হচ্ছিলো কি কি তৈরী করবো।
এরমধ্যেই আবার Md Daloare Hossain ভাইয়ার শেরপুরের বিখ্যাত সন্দেশ খাবার পরে মনে হচ্ছিলো, কেন না এটা ই একটু চেষ্টা করি, যেহেতু মিষ্টি কম বেশি ভালই তৈরি করতে পারি। আলহামদুলিল্লাহ আমি সাকসেস। আর হবো ই বা না কেন এত ভালো গুড়, যার গন্ধে সারা ঘর ম ম করছে। অসংখ্য ধন্যবাদ পুরভী সরকার আপু কে এত ভালো গুড় দেয়ার জন্য। আপনার দেওয়া দানাদার গুড় তো, আমি সকালের নাস্তাতেও রুটির সাথে বেশ মজা করে খাচ্ছি। সেই সাথে আফসোস ও হচ্ছে এত কম নিলাম কেন!
দোলোয়ার ভাইকেও অসংখ্য ধন্যবাদ শেরপুরের এত মজাদার সন্দেশের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। না হলে তো নিজের থেকে তৈরির চেষ্টা কখনোই করতাম না। আপনার তুলসিমালা চালও অসাধারণ।
Table of Contents
পোস্ট সূত্র: ফেসবুক।
ধন্যবাদ এনাস আপু