জান্নাতুল রিকসনা শেরপুর সদর উপজেলার ছয়ঘড়ি পাড়া গ্রামে দাদার বাড়িতে ১৯৮৭ সালের ২৩ শে ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। শেরপুর শহরের চকপাঠক মহল্লায় বাবা বাড়ি করার সুবাদে এখানেই কেটেছে তাঁর দুরন্ত শৈশব, কৈশোর। চার ভাই-বোনের মধ্যে কবি সবার বড়। বাবা জনাব মোঃ হাবিবুল ইসলাম (উপ-সহকারী কৃষি কর্মকর্তা) এবং মা জনাব শামসুন্নাহার।
লেখাপড়া
২০০৩ সালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০০৫ শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তারপর ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ থেকে সমাজকর্মে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন
জান্নাতুল রিকসনা বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
লেখালেখি
ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তাঁর প্রবল আগ্রহ। পড়া থেকেই লেখার প্রতি অনুরাগ। স্কুলে পড়ুয়া থেকেই টুকটাক লিখতেন তিনি। তারপর চাকুরীর সুবাদে নেত্রকোনা পিটিআইতে ডিপিএড প্রশিক্ষণকালে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বপালনের সময় লেখালেখিতে সক্রিয় হোন। বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে বহু ছড়া, কবিতা প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে কয়েকটা যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তাছাড়া ফেসবুক এবং ওয়েবসাইটে তিনি নিয়মিত লিখেন।
তথ্যসূত্র: লেখক কর্তৃক সংগৃহীত।