শেরপুরের গুড়ের সন্দেশ
গুড়ের সন্দেশ একটি শীতকালীন মিষ্টান্ন। এটি দেশের বিভিন্ন জেলায় উৎপাদন হলেও শেরপুরের এই সন্দেশের স্বাদ স্বতন্ত্র। শেরপুরে বহু বছর ধরে উৎপাদন হয় এই সন্দেশ। তবে আমরা গত দুই বছর ধরে অনলাইনে প্রচার করা শুরু করেছি শেরপুরের এই সন্দেশের। এর ফলে অসংখ্য মানুষ জানার পাশাপাশি কিছু মানুষ এর স্বাদ নিয়েছে। তারা অসংখ্য রিভিউ দিয়েছে। যা আমরা ওয়েবসাইটে আপলোড করছি ধারাবাহিকভাবে।
![শেরপুরের গুড়ের সন্দেশ Products list of Our Sherpur](https://i0.wp.com/oursherpur.com/wp-content/uploads/2023/05/WhatsApp-Image-2023-05-07-at-1.10.25-PM.jpeg?resize=1024%2C615&ssl=1)
![শেরপুরের গুড়ের সন্দেশ শেরপুরের গুড়ের সন্দেশ](https://i0.wp.com/oursherpur.com/wp-content/uploads/2019/01/%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6.jpg?resize=1024%2C768&ssl=1)
![শেরপুরের গুড়ের সন্দেশ জেনিস ফারজানা তানিয়া](https://i0.wp.com/oursherpur.com/wp-content/uploads/2023/12/%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE-1.jpg?resize=960%2C720&ssl=1)
শেরপুরের গুড়ের সন্দেশ লিখে সার্চ করে প্রথমে এই লেখাটি দেখে শান্তি লেগেছে।