যাবে ভাই শেরপুর | জাহাঙ্গীর আলম
ঐ দেখা যায় বাঁশের ঝাড়
ঐ আমাদের বাড়ি,
ঐখানে গেলে দেখবে
গাঁয়ের বঁধু পরে আছে
রং বেরঙের শাড়ি।
পুকুর পাড়ে হাবলু মামা
বঁড়র্শিতে মাছ ধরে,
গায়ে নেইকো জামাকাপড়
তাই না দেখে ছেলেমেয়ে
ফোকলা দাঁতে হাসাহাসি করে।
যাবে ভাই যাবে শেরপুর
অনুরাধার মন্ডা আছে
চারুর সাদা মিষ্টি
ঐ খানে গেলে ভাই রে
কেড়ে নিবে দৃষ্টি।
গারো পাহাড়ের পাদদেশে
গজনীর অবকাশ
মধুটিলার ইকোপার্ক
সবুজের মাঠ
সোনালি ধানের হাসি
এ যেন প্রকৃতির সৃষ্টি
যাবে ভাই যাবে শেরপুর
ঐ আমাদের গাঁয়,
নতুন ধানের চিড়ামুড়ি
তুলশীমালার পায়েস
আদর করে মুখ মুছায়ে
দিব আমার মায়।