মন্ডা হতে পারে বাবা-মার সারপ্রাইজ গিফট
S M Mehdi Hassan ভাইয়ের একটা পুরাতন পোস্টের সারাংশ দিয়ে শুরু করতে চাই আজকের পোস্ট-
আজকে আব্বুর সাথে সকালে কাজে বাইরে গিয়েছিলাম। ফিরতে ফিরতে দুপুর হয়ে যায়। বাসায় আসার আগে আব্বু বিক্রমপুর সুইটস থেকে এক বাক্স স্পঞ্জ রসগোল্লা নিয়ে আসে। তো বিকালে ভাত খাবার পরে আমি তিনটা মিষ্টি খেয়েছিলাম। …. আব্বু আমাকে জিজ্ঞাসা করল ’কয়টা রসগোল্লা খেয়েছ? মিষ্টির বাক্স একদম খালি।’ পিছন থেকে বুয়া ইশারায় বুঝতে পারলাম এটা আম্মুর কাজ। আম্মা প্রায় সব মিষ্টি খেয়ে ফেলছে। আমি কিছু বলি নি কিন্তু ঘটনাটা বুঝতে পেরে তারপর ছাদ ফাটায়া হাসছি। আম্মার ডায়াবেটিস, তারপরও সে খাওয়া কন্ট্রোল করতে পারে না। …. এখন সুযোগ পেয়ে এক বাক্স মিষ্টি খায়া ফালাইছে।
পোস্ট টি ফেসবুক থেকে সংগ্রহ করা।
বৃদ্ধ অবস্থায় অনেকের মিষ্টি খাওয়ার আগ্রহ বাড়ে যায়। অধিকাংশ সময় মিষ্টি খাওয়া কন্ট্রোল করা সম্ভব হয় না। মণ্ডাতে যেহেতু চিনির পরিমাণ খুবই কম এবং উপাদানের মূল উপাদান দুধ তাই মাঝে মাঝে বাবা-মাকে মন্ডা সারপ্রাইজ উপহার দেওয়া যেতে পারে।