Nazima Sultana
’আসসালামু আলাইকুম। মন্ডা নামটা কি সুন্দর! খেতেও দারুণ মজার। বলছি আমাদের আওয়ার শেরপুরের অনুরাধা মন্ডার কথা। মন্ডা আমি এর আগে কখনও খাইনি। এটা দেখতে মনে হয় সন্দেশ, কিন্তু না এটা সন্দেশ না।
মন্ডা মুখে দিলেই মিলিয়ে যায়, মিষ্টি ও খুব বেশি না। আমার ছেলে মেয়ে মিষ্টি কম খায়, কিন্তু এই মন্ডা ওরা খুব পছন্দ করেছে। দেলোয়ার ভাইয়ের ডেলিভারিতে আমি সন্তুষ্ট। আমি যেদিন বলছি সেদিনই ডেলিভারি দিয়েছেন। ভাইয়ার কাস্টমার হ্যান্ডিং অনেক ভালো। ইনশাআল্লাহ আবার রিপিট কাস্টমার হবো।’

Owner of HappyGhor
সূত্র : ফেসবুক।