ঘুরে আসুন নকলা বাইপাস থেকে
ঢাকা থেকে নাকুগাঁও স্থল বন্দর পর্যন্ত সড়ক পথে তৈরি করা হয় উন্নত যোগাযোগ ব্যবস্থা। সেই রাস্তায় নকলা বাইপাসের নির্মাণ করা হয় কয়েকটি ব্রিজ। বাইপাসের প্রথম ব্রিজ ও তার আশেপাশের দৃশ্য গুলো নজর কাড়ে যে কোন মানবের। ব্রিজ টি দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে কৃষি ভূমির বুকে। নিচে দিয়ে বয়ে গেছে প্রবাহিত একটি নদী। নদীর দুপুরে দৃশ্য সতেজ করে দেয় আমাদের দেহ ও মন কে।
ব্রিজের দু’পাশে কৃষি জমির উপর দিয়ে রয়েছে দু’টি রাস্তা, কয়েক কিলোমিটার যাবৎ দুপাশে রয়েছে সবুজ গাছপালার সমাগম। এ পাকৃতিক দৃশ্য গুলো দেখার জন্য প্রতিদিন আসে অসংখ্য মানুষ তাদের প্রিয়জন, পরিবার কিংবা বন্ধুদের নিয়ে। পরন্ত বেলায় হয় বেশি মানুষ সমাগম। বিকেলবেলা মোটরসাইকেল আর রিক্সাগুলো দাড়িয়ে থাকে সারিসারি চোখে পড়ে অন্যরকম দৃশ্য। ঈদের সময় তিল ধারণের ঠাঁই থাকে না দর্শনার্থীদের ভীরে। আপনিও দেখে যেতে পারেন একদিন এসে।
যেভাবে আসা যায়ঃ নকলা থেকে প্রায় দেড় কিলোমিটার দূর। নকলা শহর থেকে রিক্সা যোগে ২০-৩০ টাকা ভাড়া লাগে। সময় লাগে ১০-১৫ মিনিট।