আসমা হক কান্তা : ৫ টা বাদে সব খেয়ে ফেলেছি ১ বসাতেই। যদিও আমি ২ টা খেয়েছি (আমার ডায়বেটিস)। আমার বর বলেছে দেলোয়ার ভাইকে বলো মন্ডা হেব্বি মজা। আসলেই দেলোয়ার ভাইয়ের এই পণ্যটি খুব ভালো সবাই পছন্দ করবে বলে আমার বিশ্বাস। আওয়ার শেরপুর নামটি আমার কাছে তো বটেই এই (উই) গ্রুপের সবার কাছে খুব পরিচিত। প্রথম পরিচিতি বিখ্যাত তুলশীমালা চাল দিয়ে। আমি যখন গ্রুপে প্রথম তখন সবাই শুধু তুলশীমালার রিভিউ দেয় আর বলে মজাই মজা, প্রথমে বুঝি নাই পরে সবারটা পড়ে বুঝলাম এটা একটা চাল। বিশ্বাস করেন চালের এতো প্রসংশা আমি জীবনে শুনিনি। তো আমিও এই গ্রুপ থেকে প্রথম কিনলাম তুলশীমালা চাল ২০ কেজি। আহ সেই স্বাদ। আচ্ছা যাজ্ঞা ১২০ কেজি অলরেডি কিনে ফেলেছি। এখন আবার ১ মন অর্ডার দিব। কাল খেলাম মন্ডা, ভাইয়া গিফট করেছেন। আবার নিব। শেরপুরের মন্ডার নাম ছড়িয়ে পড়ুক সবখানে। আমাদের দেশীয় উৎপাদন বাড়ুক। প্রান্তিক পর্যায়ের মায়েরা ভালোভাবে জীবনধারণ করুন এই আশা করি। দেশ এইভাবেই এগিয়ে যাবে। মন্ডা দেখে লোভ তো হবেই সবার। তাই বসে না থেকে অর্ডার করে ফেলুন। আওয়ার শেরপুরের জন্য শুভকামনা।
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স।