Our Sherpur

অনেকদিন পর মন্ডা খেতে পারলাম – Afsana Tanjina

শেরপুরের মন্ডা

আফসানা তানজিনা : ’উই গ্ৰুপে আমাদের Md. Daloare Hossain ভাইয়া মডারেটর এবং উদ্যোক্তা। ভাইয়া শেরপুরের তুলশীমালা চাল নিয়ে কাজ করেন, পাশাপাশি শেরপুরের মন্ডা নিয়েও কাজ করছেন। আমি তুলশীমালা চাল নিয়েছিলাম। এখন মন্ডাও নিয়েছি টেস্ট করার জন্য। মাশাআল্লাহ খেতে অনেক মজার। অনেকদিন পর আমি মজার এই মন্ডা খেতে পারলাম এবং পাশাপাশি শেরপুরের মন্ডার সাথেও পরিচিত হতে পারলাম, উইয়ের জন্য। আমি মিষ্টি খাবার খুব একটা খাইনা। তবে ছোটবেলা থেকেই ছানার প্রতি আমি দুর্বল। কিন্তু ছোটবেলার মতো সেই মজার ছানা এখন আর কোথাও পাইনা। কিন্তু দেলোয়ার হোসেন ভাইয়া আমার ছোটবেলার সেই প্রিয় ছানা আমাকে আবার ফিরিয়ে দিলো। খেয়ে আমার অনেক ভালো লেগেছে এবং এই মন্ডা পেয়ে আমিও খুব খুশি হয়েছি। আবার ভাইয়ার ভেলিভারি চার্জটাও ফ্রি ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। সাধারণত ব্যবসায়ীরা প্রোডাক্ট সেল করার পরে কাস্টমারের সাথে তার আর কোনো যোগাযোগ থাকে না। কিন্তু উই পরিবার এমনি এক পরিবার, এখানে সবাই ক্রেতা সবাই বিক্রেতা। এখানে বিক্রেতারা অনেক সময় নিজেরাই কাস্টমারকে প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসেন। এটা শুধুমাত্র তার ভালবাসা ও আন্তরিকতার জন্য। ভাইয়া ও নিজে এসে আমাকে মন্ডা দিয়ে গেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ভাইয়ার সাথে আমার দেখা হয়নি। এজন্য একটু খারাপ লেগেছে। ভাইয়া অনেক ভালো এবং আন্তরিক একজন মানুষ। মাঝে মাঝেই ভাইয়া আমাকে নক করে আমার খোঁজখবর নিয়ে থাকেন। আর এটাই হচ্ছে উইয়ের বিক্রেতাদের বৈশিষ্ট্য। তারা বিক্রি করার পরেও কাস্টমারের সাথে যোগাযোগ রাখেন।ভাইয়ার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো।’

সূত্র : ফেসবুক

Leave a Reply

Scroll to Top