Our Sherpur

মন্ডা নিয়েছিলাম গিফট পাঠানোর জন্য – Nusrat Nadia Tabassum

শেরপুরের মন্ডা

নুসরাত নাদিয়া তাবাসসুম : Md. Daloare Hossain ভাই থেকে আগে তুলশীমালা চাল নেয়া হয়েছিলো। কিন্তু রিভিউ দেয়া হয়নি। আসলে এটা নিয়ে রিভিউ দেয়ারই কিছু নাই। এত্ত মজার চাল। তাই আর দেইনি। গত শুক্রবার ভাইয়া থেকে মন্ডা নিলাম। ভাবলাম দুইটার রিভিউই একসাথে দিয়ে দেই। তুলশীমালা চালের পোলাউ রান্না হয়েছিলো সরিষার তেল আর ঘি দিয়ে। বেশিরভাগ মানুষই মনে করে সয়াবিন তেল ছাড়া পোলাও ঘ্রাণ হবেতো!! আমার বাসায় আবার সয়াবিন তেল পুরাপুরি নিষিদ্ধ। তাই ঘি আর সরিষার মিশেলেই রান্না হয়েছে পোলাউ। সত্যি বলছি খুবই মজা হয়। আর তুলসীমালা চালের ঘ্রাণেই তো সব মাতোয়ারা হয়ে যায়। এদিকে মন্ডা নিয়েছিলাম গিফট পাঠানোর জন্য। যাদের জন্য দিয়েছি তারা খেয়ে ভালো বলেছে। তারাও খুশি তাই আমিও খুশি।

রোস্ট
ঘি আর সরিষার মিশেলেই রান্না হয়েছে পোলাউ

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম

Leave a Reply

Scroll to Top