মাহফুজা ডালিয়া : ,বাড়িতে আছি তাই নেটওয়ার্ক এর খুব প্রবলেম। বলেছিলাম রিভিউ দিতে দেরি করবো না তাও একটু দেরি হয়ে গেল। ভাইয়ের থেকে নেওয়া তুলশীমালা চাল দিয়ে রান্না হয়েছিল ভাগনার জন্মদিনের বিরিয়ানি। ভাইয়া বলেছিলেন চাল একটু পুরনো হয়ে যাওয়ায় গন্ধ কিছুটা কম হবে। কিন্তু চাল যথেষ্ট সুগন্ধি ছিল আর বিরিয়ানি ও খুব ভালো হয়েছে। আর ভালো হবে না কেন? উই থেকে নেওয়া খাঁটি ঘি ব্যবহার করেছি রান্নায় SharminTumpa আপু আপনার ঘি অসাধারণ ছিল। অনেক সুন্দর স্মেইল ছিল খাঁটি ঘি এবং সুগন্ধি তুলশীমালা চালে বিরিয়ানি হয়ে উঠছিল জাস্ট মুখে লেগে থাকার মত। রাঁধুনি আমি আর আমার বোন ছিলাম তাই নিজের প্রশংসা খুব বেশি করছি না তবে সত্যিই বিরিয়ানি খুব মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে। টুম্পা আপু আপনার ঘি আমার মা এবং বোন অনেক পছন্দ করেছে আমার বোনতো বিরিয়ানিতে ঘি ঢালতে এত কিপটামি করছিল, বারবার বোলছিলাম শেষ তো হয়ে যাবে গরম ভাতে খাঁটি ঘি খেতে নাকি খুবই মজা আর দেলোয়ার ভাইয়া আপনার তুলশীমালা চাল অল্প কিছু বাঁচিয়ে রেখেছে দেখি এক্সপেরিমেন্ট করে আমার নকশী কুটির এর কোন আইটেম করা যায় কিনা, দেলোয়ার ভাইয়া এবং টুম্পা আপু দুজনেই জন্য রইল আমার মন থেকে ভালোবাসা ও দোয়া আমার ভাগ্নার জন্মদিন স্পেশাল করে তোলার জন্য।,
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম।