সুমি তামান্না : ’মন্ডা দেখেই মনটা ছুটে গিয়েছিল আমার। ১ মিনিটও দেরি করিনি। সাথে সাথেই অর্ডার করে দিলাম Md. Daloare Hossain ভাইয়াকে। মাত্র এসে দিয়ে গেলো। আমি অবাক হয়ে গেছি ভাইয়া আসছে। পার্সেল হাতে নিয়ে কতক্ষনে খাবো ভাবতেছিলাম (আমি কিন্তু ছোচা না)। গত কালকে তুলশীমালা চাল দিয়ে গেলো তার ডেলিভারি বয়। তুলশীমালা চাল নিয়ে আর নাই বা বলি রিভিউ কয়েকবার দিয়েছি। আজকে মন্ডা নিয়ে বলি এক কথায় অসাধারণ। সবার আগেই আমার বাসায় কাজ করে ওই আন্টিকে একটা দিলাম উনিই খেয়ে বললো অনেক মজা, তারপর আমার শাশুড়ী খেলো। যেহেতু ওনার ডায়াবেটিস তাই ভয় পাচ্ছিলো। কিন্তু একটু মুখে দিয়েই বললো পুরাটা খাবো? বললাম খেয়ে ফেলেন। অবশেষে আমি গপাগপ……………………….।ধন্যবাদ ভাইয়া আপনাকে। তবে বাসার ভিতরে আসলে বেশি খুশি হতাম। উপরে আসার জন্য রিকুয়েষ্ট করেছিলাম। পরেরবার ছাড়ছি না।’
![শেরপুরের মন্ডা অনেক মজা - Sumi Tamanna Sumi Tamanna](https://i0.wp.com/oursherpur.com/wp-content/uploads/2020/09/Sumi-Tamanna.jpg?resize=514%2C386&ssl=1)
সূত্র : উইমনে এন্ড ই-কমার্স ফোরাম।