শাকিলা জামান : ’দেলোয়ার ভাই শেরপুরের মন্ডা নিয়ে কাজ শুরু করার পর থেকে খুব ইচ্ছা ছিল মন্ডা নেয়ার। শেষ পর্যন্ত অর্ডার দিলাম, দেলোয়ার ভাই বল্লেন নিজে আসবেন, সাথে প্রতাপ পলাশ ভাই আসবেন। কতদিন পর ভাইদের সাথে দেখা হবে এতেই আমি খুশি। দেলোয়ার ভাই আসলেন, জরুরী কাজ থাকায় প্রতাপ ভাই আসেন নাই। প্রতাপ ভাইকে মিস করেছি। এরপর আমরা এমন গল্প শুরু করলাম যে আমি চায়ের পানি বসায় রেখে গেছি ভুলে, দেলোয়ার ভাই যাবার পর দেখি পানি শুকায় শেষ। এরকম আমার জীবনেও হয় নাই! দেলোয়ার ভাই, চায়ের দাওয়াত রইলো, প্রতাপ ভাই সহ। এরপর ঠিকঠাক চা করে খাওয়াবো। এবার মন্ডার কথা বলি, মন্ডা বাসার সবাই পছন্দ করেছে। বিশেষ করে আমার বড় মেয়ে অপ্সরা মজা করে খেয়েছে। আমি খুব একটা মিষ্টি পছন্দ করিনা। তবে মন্ডা ভালো লেগেছে, হালকা মিষ্টি, এলাচি ফ্লেবারটা পাওয়া যায়। এটা সন্দেশের মতো। তবে মজা। যারা হালকা মিষ্টি খান, তারা খেতে পারবেন। দেলোয়ার ভাইয়ের জন্য শুভকামনা রইলো।’
সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম।