Mahfuja Dalia : কেনাকাটায় ছিল তুলশীমালা চাল
Mahfuja Dalia : ‘বাড়িতে আসব বলে উই থেকে টুকটাক কেনাকাটা করেছি। তার মধ্যে ছিল তুলশীমালা চাল ছিল। এখন তুলশীমালা চাল তার থেকে নিয়েছি সেটা নিশ্চয়ই আপনাদের বলতে হবে না বাড়ি যাব বলে আমার খুব তাড়া ও ছিল। ব্যাচেলর মানুষ চাকরি করি বিধায় আবার সব সময় আমি বাসায় থাকি না বলে ডেলিভারি ম্যান এর সাথে টাইম মিলিয়ে ডেলিভারি নেওয়া পসিবল ছিল না। ২-৩ দিন ঘুরাঘুরি করে অবশেষে বাড়িতে আসার আগের দিন রাতে ভাইয়া নিজের হাতে নিয়ে আসলেন।
আমি সত্যিই এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না। সেই সময়টাতে অফিস শেষ করে মাত্র আমি বাসায় পৌঁছেছি। ফ্রেশ হওয়ার পরেই ভাইয়ার ফোন। আসলো এই ভাবে ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে উইয়ের সবাইকে অনেক আপন আপন মনে হয়। নিচে গিয়ে তো আমি আরো অবাক সাথে ছিলেন আমাদের প্রতাপ পলাশ ভাইয়া। ভাইয়াদের সাথে কথা বলে খুবই ভালো লেগেছে, কথা বলার সময় ই বুঝতে পেরেছি উনারা খুব ভালো মনের মানুষ। এত ব্যস্ততার মাঝেও মন খুলে আমার সাথে কথা বলেছেন।
ভাইয়াদের কাস্টমার সার্ভিস অসাধারণ, দোয়া করি ভাইয়াদের উদ্যোগ অনেক বড় হোক। লোলাগাটা শেয়ার করতে যদিও দেরী করে ফেললাম। তবে তুলশীমালা চাল রান্না করার পর কেমন লাগলো সেই রিভিউ দিতে কিন্তু দেরি করব না। খুব তাড়াতাড়ি আসছি রিভিউ নিয়ে। ছবি তুলেছেন প্রতাপ পলাশ ভাইয়া আমরা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখছে’