Our Sherpur

ইশ্ মন্ডার যে কি মজাদার স্বাদ – Monika Ahmed

মনিকা আহমেদ : অনেকদিন যাবতই Md. Daloare Hossain ভাইয়ের মন্ডার পোস্ট দেখতেসি। আমার আবার মিষ্টি টাইপের কিছু দেখলেই খেতে ইচ্ছে করে। দেলোয়ার ভাইয়ের পোস্ট দেখি কিন্তু অর্ডার করার সাহস পাই না কারণ আমি বেশ কিছুদিন যাবত ডায়েটে আছি। মিষ্টি খাবার খেলে ডায়েট ভুন্ডুল হয়ে যাবে। ২/৩ দিন আগে দেলোয়ার ভাই মেসেজ দিলেন আমার বাসায় আসবেন। আমি বললাম আসেন। এরপর দেখি দেলোয়ার ভাই আর প্রতাপ ভাই আসছেন। মজার ব্যাপার হলো দেলোয়ার ভাই আমার জন্য মন্ডা নিয়ে আসছেন। মন্ডা দেখে ভালোও লাগছিলো আবার খেতে পারবো না বলে খারাপও লাগছিলো। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা টেবিলে বসে গল্প করছিলাম। তখন মনে হলো একটা মন্ডা খাই। এতে আর কি এমন ওজন বাড়বে😂।বলেই একটা খেয়ে ফেললাম। ইশ্…মন্ডার যে কি মজাদার স্বাদ। যে একবার খেয়েছে সে বারবারই খেতে চাইবে। আমার মেয়ে মিষ্টি খাবার তেমন একটা খায় না। আমি বললাম, একটা খেয়ে দেখো। আমার কথায় একটা নিয়ে খেয়ে শেষ করে আরেকটা খেলো। এর পর প্রতিদিনই ২/১ করে খায়… লহামদুলিল্লাহ…। মন্ডা খাবারটা আমার কাছে সন্দেশ টাইপের লাগে। মিষ্টির পরিমান একদম হালকা। যারা কড়া মিষ্টি খান না তারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আশাহত হবেন না…😊

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম

Leave a Reply

Scroll to Top