শেরপুর জেলা পরিচিতি
গারো পাহাড়ের পাদদেশ একটি বিস্তীর্ণ এলাকার নাম শেরপুর। শেরপুর জেলা পূর্বে ছিলো জামালপুর জেলার মহকুমা। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি শেরপুর মহকুমা থেকে জেলার মর্যাদা লাভ করে। এরপর থেকে ১৪ই সেপ্টেম্বর ২০১৫ এর পূর্ব পর্যন্ত এটি ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত ছিলো। পরবর্তীতে ময়মনসিংহ জেলাকে বিভাগে উন্নতি করা হলে শেরপুর ময়মনসিংহ বিভাগের একটি প্রশাসনিক অঞ্চলের মর্যাদা লাভ করে।
শেরপুরের রয়েছে পাঁচটি উপজেলা এবং চারটি পৌরসভা। শেরপুর জেলার মোট আয়তন ১,৩৬৪.৬৭ বর্গকিলোমিটার। শেরপুর শহর রাজধানী ঢাকা থেকে ২০৩ কিলোমিটার উত্তরে এবং ময়মনসিংহ শহর থেকে ৬৭ কিলোমিটার উত্তরে অবস্থিত।