নুসরাত জাহান রূপা : ’উইতে আমার প্রথম রিভিউ, অনলাইনেও আমার প্রথম কেনা?। আমার কখনো অনলাইনে কেনাকাটা করা হয়না। কারণ মার্কেট আমার বাসার কাছেই। আমি হেঁটে হেঁটেই যাই। তাছাড়া আমার শ্বশুর বাড়ির সবাই বিজনেস করে। সবাই বলতে পুরো গোষ্ঠী?। প্রয়োজনীয় জিনিসটা সহজেই পেয়ে যাই পরিচিত কারো না কারো কাছে। তাই অনলাইনের চেয়ে অফলাইনই আমার জন্য সুবিধা। যাক, আসল কথায় আসি, এখন তো ঈদ চলে আসছে। পোলাও এর চাল লাগবে।
আমার বরকে বলছি এবার আমি উই থেকে চাল কিনবো, তুলশীমালা চাল নিয়ে Md Daloare Hossain ভাই এর কাজ থেকে। তোমরা তো আর চাল বিক্রি করো না?। আমার বর বলতেছে বাজারে কত চাল পাওয়া যায়। আমার এক কথা, আমাদের উই থেকেই চাল কিনবো। আমাদের উইতে অনেক ভালো চাল পাওয়া যায়। তুলশীমালার সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে। আর আমার ২ ফুপুর বিয়ে হয়েছে শেরপুরে। ফুফাতো বোনদের জিজ্ঞেস করলাম তুলশীমালা চাল কেমন? ওরাও বললো ভালো। আশ্বস্ত হলাম। দেলোয়ার ভাইয়াকে নক দিলাম। (এর আগেও একবার নক করেছিলাম তখন লকডাউন ছিলো।) ভাইয়াকে বললাম চাল নিবো কিন্তু কন্ডিশনে। কারণ আমার বিকাশে পর্যাপ্ত ব্যালেন্স ছিলো না। নগদ দিয়ে উঠিয়ে নিয়ে আসবো আরকি। আমাকে বাসা থেকে একবার বের হলেই হবে।
আজকে পার্সেল আনতে গিয়ে কুরিয়ার অফিসে টাকা দিচ্ছি, ওরা বলতেছে টাকা কেন? আমি তো হা? টাকা দিবোনা?? ওরা বলতেছে, কন্ডিশনে না। ভাইয়া নগদে দিয়ে দিয়েছে?। অথচ আমি টাকা বিকাশ করিনি। ধন্যবাদ ভাইয়া বিশ্বাস করার জন্য ?। আর চালের কথা কি বলবো, এত সুন্দর দেখতে সাদা ধবধবে। ঘ্রাণও ভালো। এখন রান্না করে খাওয়ার পালা?। রান্না করে আবার একখান রিভিউ নিয়ে আনবো?। ততক্ষণ সবাই ভালো থাকবেন।’