Our Sherpur

তুলশীমালা চালের অনেক সুনাম – Rabeya Sultana

Rabeya Sultana 1

রাবেয়া সুলতানা : ‘এবারের পুরো ঈদের কেনাকাটাই করেছি উই থেকে। আপু আর ভাইয়ারা মনটা একেবারে খুশি করে দিয়েছেন৷ ঈদের খুশিটাই দ্বিগুন করে দিয়েছে। বাসার সবাইও অনেক খুশি। সবার রিভিউ একসাথে দিচ্ছে বলে কেউ কিছু মনে করবেন না কারন ফলাফল একই। উইয়ের পণ্য বরাবরের মতই সেরা মানের ছিলো।

Fauzia Sultana Daizy আপুর কাছথেকে এবারের ঈদে আমার বরের জন্য পাঞ্জাবি নিয়েছি। আমার নিজের ইনকামে তাকে দেওয়া আমার প্রথম উপহার। পাঞ্জাবিটা তার অনেক পছন্দ হয়েছে আর ঈদের পুরোটা দিনই এই পাঞ্জাবি পরে ছিলো। আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পাঞ্জাবি করে দেওয়ার জন্য। অনেক জালিয়েছি আপুকে পাঞ্জাবিটা অর্ডার করার সময়। আমি আপুর এমন কাষ্টমার যে, আপু আমাকে কখনো ভুলতেই পারবে না। হয় মনে করে গালাগালি দিবে নাহয় আমাকে ভোলার চেষ্টা করে ব্যার্থ হবে। আপু আমাদের খুলনার গৌরব।

Rimi Khondokar আমার প্রিয়ো বান্ধবী। বান্ধবীর কাছথেকে নিয়েছি নিজের জন্য আমার সবথেকে পছন্দের রংয়ের শাড়িটা। আমার অনেক দিনের শখ ছিলো নীল রংয়ের শাড়ি কিনবো। বান্ধবী এবার ঈদে আমার সেই শখ পুরন করেছে অসাধারন একটা নীল রংয়ের শাড়ি দিয়ে। সাথে আমার বরের জন্য নিয়েছি একটা তাতের লুঙ্গি। শাড়ি আর লুঙ্গি দুটোই অসাধারন হয়েছে। বান্ধবীকে অনেক ধন্যবাদ। বান্ধবী ফেনীর মেয়ে থাকে ঢাকার মিরপুরে।

Fatima Rahman আপুর সাথে আগে পরিচয় ছিলো না। আমার শশুর আর দেবরকে ঈদে খাদি পাঞ্জাবি দেব বলে সিদ্ধান্ত নেই, তো বিশ্বস্ত কাউকে খুজছিলাম তখন রীমি খন্দকার আপুকে নক করলাম। আপু আমাকে ফাতিমা আপুকে রিকমেন্ড করলেন। যাহোক আপুকে নক করলাম, আপুও তার স্টকের পাঞ্জাবি গুলো দেখালেন, তার মধ্য থেকে দুটো পাঞ্জাবি পছন্দ করে নিয়ে নিলাম। আপুকেও বেশ কিছুদিন ওয়েট করিয়েছি কারন কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম। যাহোক শেষমেশ নিয়েই নিলাম। আপুর পাঞ্জাবি দুটোও অসাধারন। যাদের জন্য নিয়েছি তারাও অনেক খুশি সাথে আমিও খুশি। আপুকে অনেক ধন্যবাদ। আপু কিন্তু কুমিল্লার মেয়ে।

Rabeya Sultana 1
রাবেয়া সুলতানা ওনার অফ দেশী হস্তশিল্প

Nindia Sinha আপুর কাছথোকে নিয়েছি আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছা পুরনের জিনিসটা, মনিপুরি ওড়না। শাশুড়িতো ওড়না হাতে পেয়ে অনেক খুশি, ফলাফল আমার একটা প্রোমোশন। কারন বাসার এডমিনতো উনিই।? আপুর ওড়নাটা আসলেই অনেক সুন্দর আর বহারেও বড়। শাশুড়ির নামাজ পড়তেও সুবিধা হবে। এত সুন্দর একটা ওড়নার জন্য আপুকে অনেক ধন্যবাদ। আপু সিলেটের মেয়ে।

সিদরাত ফারজানা আঁখি আপুর কাছথেকে নিয়েছি আমার আমার শাশুড়ির জন্য জুম শাড়ি। আমার অনেক দিনের ইচ্ছা ছিলো জুম শাড়ি পরবো। এবার সেই ইচ্ছাটা পূরন হবে। আপুর শাড়ির কালেকশন কিন্তু হিউজ। অনেক কষ্ট করে তার মধ্য থেকে দুটো শাড়ি পছন্দ করে নিয়ে নিলাম। আমার আর আমার শাশুড়ির অনেক ভালো লেগেছে শাড়ি দুটো। আপুকে অনেক ধন্যবাদ এত সুন্দর দুটো শাড়ি পাঠানোর জন্য। আপুও সিলেটের মেয়ে।

শুধু জামা কাপড় পরে ঘুরলে তো আর হবেনা, খাওয়া দাওয়াও তো করতে হবে। তাই আর কি করা?

Md Daloare Hossain ভাইয়ের কাছথেকে ঈদের দিন বিরিয়ানি করার জন্য নিয়ে নিলাম শেরপুরের ঐতিহ্যবাহী তুলশীমালা চাল। এই চাল এবারই প্রথম খেলাম। উইতে এসে পরে তুলশীমালা চালের অনেক সুনাম শুনেছি তাই খুব আগ্রহ ছিলো এই চাল টেষ্ট করার। তাই দেরি না করে মনের ইচ্ছাটা পূরন করে ফেললাম। আসলেই চালটার আলাদা একটা ঘ্রান এবং স্বাদ আছে। অনেক ভালো লেগেছে সবার। দেলোয়ার ভাইকে অনেক ধন্যবাদ আলাদা একটা স্বাদ উপভোগের সুযোগ দেওয়ার জন্য।

মোট কথা এবার ঈদে সারা বাংলাদেশ থেকে মার্কেট করেছি আর এটা সম্ভব হয়েছে উই এর কারনে। উই সমগ্র বাংলাদেশকে কনভার্ট করে একটা মোবাইলের মধ্যে নিয়ে এসেছে। স্থান গত প্রতিবন্ধকতা দূর করতে উই এর অবদান অনস্বীকার্য।’

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)

Leave a Reply

Scroll to Top