আনিসুর রহমান : ১) Iftakharul Islam ভায়ের লিচু। সারা ঢাকা খুঁজে যখন ভালো লিচু নাই, ওদিকে আমার অসুস্হ্য ভাই এর লিচু লাগবেই তখন এই ভাইয়া আমাকে উদ্ধার করলেন। শুধু উদ্ধার না মুগ্ধ করলেন দারুন সার্ভিস, চমৎকার ব্যবহার দিয়ে। কিন্তু বলেছিলেন লিচু দেখতে যতটা ভালো হবে, খেতে অতো ভালো হবে না, কারন এটা অফ সিজন। তো ভাইয়ের সেই কথা একদম মিলে নাই ?। সিজনেও তো আমি এতো ভালো লিচু পাই নাই! এটা যদি অফ সিজনের হয়, তাহলে ভালো টা কি ছিলো!?!❤️
২) Arnob Aditya Mamun ভাই এর আম। সে কি আম! বাপ রে বাপ! পারফেক্ট সাইজ, কাগজের মতো পাতলা ছিলকা আর রসালো মিস্টি স্বাদ। দারুন দারুন, মনে হলো মেশিন দিয়ে বানানো। একটুও বাড়িয়ে বলছি না ভাই। ?❤️
৩) JaRin TasNim আপুর চমৎকার মাটির হাঁড়ি! কিছু ড্যামেজ হয়েছে কুরিয়ারের দোষে, এতো খারাপ লেগেছে দেখে? এতো সুন্দর জিনিসগুলো। আমাদের দুজনারই মন খারাপ?। যাই হোক পরেরবার আবার চেষ্ঠা করবো, আমার হাঁড়ি লাগবেই।
৪) Hafsa Siddiky আপুর চা-পাতা!! সে এক অন্য জিনিস। কতো দিন পর যে এতো ভালো লিকার টেস্ট করলাম তা খোদা-ই জানে! দোকানের বাজে চা পাতা (এখন বাজে বলতেই পারি, ভালো টা পেয়ে গেছি যে?) খেয়ে খেয়ে চা এর আসল স্বাদ তো ভুলেই গিয়েছিলাম, আপু বদৌলতে আবার মনে পড়ে গেলো।❤️?

৫) এবার আসি Aara Zobaer Ahmed আপুর ফ্রোজেন সমুচার কথায়। এখানে আমার অনেক অভিযোগ আছে! ওনার কাছ থেকে ২ বাক্সো চিকেন সমুচা নিয়েছিলাম রয়ে-সয়ে সপ্তাহখানিক ধরে খাবো তাই। তা না, ১ম দিনেই ১ বক্স শেষ?। এই আপুর কাছ থেকে জিনিষ কিনলে এই একটা সমস্যা, এতো তাড়াতাড়ি সব শেষ হয়ে যায় যে কি বলবো?। আপু আপনি নেক্সট টাইম আমারগুলা একটু ডাউন গ্রেড করে দিয়েন তো, পেটের সাথে পকেটেরও তো খেয়াল রাখতে হবে, তাই না?! ?।
৬) ক’দিন আগে নিয়েছিলাম Md Daloare Hossain ভাই এর থেকে তুলশীমালা চাল। বাসার পেশেন্টদের দিচ্ছিলাম, আমার চেক করে দেখা হয় নাই এ’কদিন। তো পরশু একটু বৃষ্টি-টৃষ্টি দেখে রাতে ভাবলাম ওই চাল দিয়ে খিঁচুড়ি করি, তাতেই হলো যতো বিপত্তি; মান-সম্মান শেষ! যতো লাগে তার চেয়ে বেশিই করেছিলাম যাতে পরেরদিন সকালে চালিয়ে দেয়া যায়। কিন্তু খেতে খেতে কখন যেয়ে সব খেয়ে ফেলেছিলাম খেয়ালই নাই আর! বাড়িতে কাজে সাহায্য করে মেয়েটা এসে যখন জিজ্ঞেস করলো ‘ভাইয়া বাকী খিঁচুড়ি টা কি ফিরিজে রাখসেন?’ আমি তো আমতা আমতা করে উপরে ফ্যানের দিকে তাকিয়ে জড়ানো গলায় বল্লাম, নাহ্, খিঁচুড়ি সব শেষ! শুনে তার কি তারস্বরে চিৎকার…! ‘হ্যা কি বলেন ভাইয়া এত্তডি শেষ কইরা ফেলসেন…’ কি যা তা অবস্থা! ? অনেক হুমকি-ধামকি দিয়ে পরে ওকে চুপ করিয়েছি…ছি:ছি:। ❤️❤️
৭) আরেক অশান্তির নাম Md Nazir Uddin ভাই। তো ভাই দই-টই নিয়ে ছিলেন তো বেশ ছিলেন। কি দরকার ছিলো হরেক পদের মিষ্টি বানানোর আবার!! এখন এই পোস্ট দেখে ঘরে অশান্তি শুরু হয়েছে ?। আপনি পাঠান এখন ছানার সন্দেশ বা আর কি আছে সেগুলা। এমনিই গরীব মানুষ, আপনারা আর বেঁচে পড়ে আর থাকতে দেবেন নাহ্ দেখছি। ?❤️❤️