আমিনা শেলী: ৫ কেজি তুলশীমালা চাল অর্ডার করেছিলাম গত পরশু, তা হাতে পেয়েছি। গত কাল ছিল আমার ঈদ শাওয়ালের শেষ রোজা। তাই পোলাউ রান্না করে ফেল্লাম। রান্নার সময় খুবই বৃষ্টি হচ্ছিল আর এত এত সুঘ্রান বের হচ্ছিল যে আমার মনই খারাপ হয়ে গেলো কারন আমার বাসার চারপাশে নিন্ম আয়ের মানুষের বসবাস। তাদের বাচ্চাদের কাছে এই ঘ্রান পৌছালে তারা বিরক্ত করবে খাওয়ার জন্য, যা করোনাকালীন সময়ে অনেকের জন্য সম্ভব না। রাসূল (সঃ) সুন্নত- যখন যা রান্না করবে তাতে একটু ঝোল বাড়িয়ে প্রতিবেশিকে দিবে। আজ সেটা উপলব্দি করলাম। আলহামদুলিল্লাহ! তুলশীমালা চালের পোলাউ রান্না হলে মেয়েকে নিজ হাতে খেতে দিয়েছি। সে খুবই আনন্দিত হয়ে খেয়েছে। আলহামদুলিল্লাহ।
বর রাতে খেতে বসে সুঘ্রানের জন্য বলে এটা কি চালের জন্য না খাটি ঘিয়ের জন্য? আসলে এটা চালের জন্য কারন এই ঘি দিয়ে আমি আগেও রান্না করেছি। আলহামদুলিল্লাহ। দোয়া রইলো তুলশীমালার জন্য।