রওশন আরা: একটি ভীষন্যতার রিভিউ পোস্ট। এটা ভাবা যায় গতকালকে তিনি এই কাজটা করেছেন। শুনেছি ওনার নাকি অনেক সুনাম। চাল গুলো রান্না করেছি কি একটা অবস্থা। কি করে বলবো আমার তো মেজাজ একদম খুশিতে চরম হইয়া গেছে। তার পর গতকালকে কথা ওনাকে বেশ কয়েকবার ফোন দিয়ে জালাইসি কুরিয়ারে আসছে কিনা কারণ আমি বাড়িতে ছিলাম নাম্বার বন্ধ ছিলো। কিন্তু ওনি কোন বিরক্ত হননি। ওনার যে সুনামটা শুনেছি আসলেই ওনি সুনাম এর চেয়ে বেশি ভালো মানুষ। চাল গুলো রান্না করার সময় গন্ধ কি যে মজার ছিলো একটা সুভাস আর ঝরঝরে। রোজা রাখছিলাম সারাদিনে এখন খাচ্ছি দেলোয়ার ভাই আপনার তুলশীমালা চালের ভাত সত্যিই খুব মজার। আমার জন্য আর ও নতুন ৫ কেজি চাল পাঠাবেন। সুস্থ্য ও সুন্দর হোক আপনার জীবন।
তুলশীমালা চালের ভাত সত্যিই মজার – Rowsan Ara
