Our Sherpur

তুলশীমালা চালের প্রেমে পড়ে গেলাম – Nabila Yesmin Popy

102898377 2630089743981200 2535459817771412101 n rotated

নাবিলা ইয়াসমিন পপি: তুলশীমালা চাল, নামটা শুনলেই ভালো লাগে। মনে পড়ে দেলোয়ার ভাইয়ের কথা। অনেক ধন্যবাদ দেলোয়ার ভাইকে এতো সুন্দর, এতো ভালো একটা চালের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়ার জন্য।

এবার আসি চাল কে নিয়ে।
সত্যিই খুবই ঘ্রাণ এবং ভালো একটা চাল তুলশীমালা চাল, খেতে যেমন মজা দেখতেও তেমনি, আবার রান্না খুবই দ্রুত হয়। আমরা যারা ব্যস্ত মানুষ তাদের জন্য এই চালটা খুবই ভালো। খুব সহজেই রান্না হয়। খেতে খুব স্বাদ, আমিতো এই চাল কে খুবই পছন্দ করেছি, আমার বর প্রথম দেখাতে ই বলেছে চালটাতো দেখতে অনেক সুন্দর (যখন প্যাকেট থেকে খুলি তখন)

মানে আমাদের তুলশীমালা চাল খুবই পছন্দ হয়েছে। রিভিউ দিতে দেরি হয়েগেছে, সরি দেলোয়ার ভাই। আসলে আমার শরিরটা ভালো ছিলো না তাই। তবে এক কথায় সেরা চাল তুলশীমালা চাল। আমিতো তুলশীমালা চালের প্রেমে পড়ে গেলাম। ইনশাআল্লাহ আমি তুলশীমালা চালের রিপিট কাস্টমার হবো।

Leave a Reply

Scroll to Top