Our Sherpur

তুলশীমালা চালের যাই খাই শরীরে আরাম লাগে – Razib Ahmed

FB IMG 1585398117290

রাজিব আহমেদ: গত দুই সপ্তাহ ধরে বাসায় শুধু তুলশীমালা চাল দিয়ে ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুই খাচ্ছি। এখানে খেতাম ভাতের জন্য নাজিরশাইল চাল আর পোলাও এর জন্য চিনিগুড়া। এখন পুরাই তুলশীমালা এবং দেলোয়ার ভাইয়ের এক নম্বর কাস্টমার আমি। আমি আর সার্চ ইংলিশের অফিসের লোকজন মনে হয় মাসে তাঁর সবচেয়ে বড় কাস্টমার হবো। এই চালের ভাত, পোলাও, খিচুড়ি যাই খাই না কেন বেশ আরাম লাগে শরীরে। উইতে যে স্টার্ট আপ নিয়ে চেষ্টা করবো তাঁর এক নম্বরে থাকবে এই তুলশীমালা।

Razib Ahmed
Razib Ahmed

Leave a Reply

Scroll to Top