রাজিব আহমেদ: তুলশীমালা চালকে আমি নিজে প্রমোট করেছি কারন এটি শেরপুর জেলার ব্র্যান্ড পণ্য। একটি জেলার উৎপাদিত সব পণ্যের মধ্যে সেরা। দেলোয়ার ভাই উইয়ের ইভেন্ট গুলোতে ২ কেজির প্যাকেট নিয়ে আসতেন আর আমি আপনাদের সাথে কেনার পর ছবি তুলেছি।
এরপর কাকলি আপু, নিগার আপু সহ গ্রুপের সব একটিভ আপুরাও একাজে এগিয়ে এসেছেন। অনেক শিশুর ছবি কাভার ফটো করেছি। অবস্থা স্বাভাবিক হলে দেলোয়ার ভাইকে নিয়ে একদিন তুলশীমালা চালের ইভেন্ট দেব যেখানে আমাদের রান্নার আপুরা তুলশীমালা চালের খিচুড়ি, বিরিয়ানি, পায়েস এসব রান্না করে নিয়ে আসবেন আর আমরা কিনে খাবো।

সূত্র : উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)।