জেলা ওয়েবসাইট ই-ট্যুরিজম পর্ব-২
দেশের প্রতিটি জেলায় কম বেশি দর্শনীয় স্থান রয়েছে। যেমন: গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক, পানিহাটা পর্যটন এলাকা, অর্কিড ইত্যাদি আছে শেরপুরে। কিন্তু প্রচারের অভাবে হয়তো অনেকেরই অজানা রয়েছে। তাই দেশের ভিতর ভ্রমণের কথা চিন্তা করলেই মাথায় আসে খুলনা, কক্সবাজার, সিলেট, রাঙ্গামাটি ইত্যাদি জেলার দর্শনীয় স্থানের নাম।
প্রতিটি জেলার পর্যাপ্ত তথ্য (আর্টিকেল, পডকাস্ট, ছবি ও ভিডিও) ইন্টারনেটে আপলোড করতে পারলে কাছাকাছি জেলা থেকে পর্যটক বাড়বে। স্যোশাল মিডিয়ার মাধ্যমে বেশি বেশি প্রচার করা হলে ভ্রমণের জন্যে পর্যটকদের আগ্রহ বাড়বে।