Our Sherpur

পহেলা বৈশাখে তুলশীমালার খিচুড়ি – মেহজাবিন রাখি

%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE 1

মেহজাবিন রাখি: পহেলা বৈশাখের দিন খুব আড়ম্বরপূর্ণ না হলেও দেশীয় ঢং এই পালন করেছি। প্রতিটা বছরের মত অনুষ্ঠান ছিল না, ছিল না শাড়ী পরার তোড়জোড়, ছিল না সকালবেলা উঠেই ডিপার্টমেন্ট এ দৌড় এর তাড়া…

Tulshimala 1

তবে পারিবারিক ভাবে অনেক বছর পর কাটিয়েছি এতো সুন্দর পহেলা বৈশাখ। আমি তুলশীমালার খিচুড়ি, টমেটোর ভর্তা, সালাদ করেছি। আম্মু শর্ষে ইলিশ আর ডাল করেছেন।
মাটির পাত্র হাতের কাছে যা ছিল তাই দিয়েই হয়েছে পরিবেশন হিহিহিহিহ….তুলশীমালা মানেইতো চমৎকার কিছু স্বাস্থ্যকর কিছু অনন্য সুবাস আর দারুণ স্বাদ❤ আহা যারা কিনেন নি তারা মিস করেছেন?

খেয়ে নিন সবাই??

তুলশীমালা 2
তুলশীমালার খিচুড়ি

Leave a Reply

Scroll to Top